Wednesday, May 1, 2013

UISC কার্যক্রমের ব্যাপক প্রচার


Digital Bangladesh গঠনের জন্য ইতোমধ্যে অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রথমে ৬৪টি জেলায় জেলা তথ্য বাতায়ন (www.dc districtname.gov.bd), উপজেলা পর্যায়ে ই-সেন্টার, ইউনিয়ন পর্যায়ে 4,501টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ৬৪টি জেলায় জেলা ই-সেবা কেন্দ্র স্থাপন, জেলার সকল বিভাগ, উপজেলা ও ইউনিয়নগুলোর পৃথক পৃথক পেইজ রেখে ওয়েব পোর্টাল (www.districtname.gov.bd) তৈরী করা হয়েছে।  যে সিস্টেমগুলোর উপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ গঠন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, যে সিস্টেমগুলোর মাধ্যমে দেশবাসীকে ই-সার্ভিস প্রদান করা হচ্ছে বা হবে, সেই সিস্টেমগুলোর বিষয়ে ব্যপক প্রচার বা প্রচারনা করা হচ্ছে না। দেশের অধিকাংশ জনগণ সরকারের ডিজিটাল এ ই সিস্টেমগুলোর সাথে পরিচিত নন। যেমন ৬৪টি জেলায় যে জেলা তথ্য বাতায়ন রয়েছে, সেখান থেকে যে জেলার সকল তথ্য পাওয়া যাবে, তা অধিকাংশ জেলাবাসী জানেন না। ফলে সঠিক এবং ব্যাপক প্রচারের অভাবে অনেক উদ্যোগই ব্যর্থ হয়ে যাচ্ছে। ইউআইএসসিগুলো এমন একটি শক্তিশালী মাধ্যম যার দ্বারা স্থানীয় জনগন সহজে এবং স্বল্প শ্রম ও অর্থ ব্যয়ে সরকারের যে কোন সেবা ঘরে বসে পেতে সক্ষম। তাই ইউআইএসসিগুলোর ব্যপক প্রচার/প্রচারনা করা আবশ্যক। নাগরিক সেবাগুলো জনগণ কিভাবে সহজে পেতে পারে, সে বিষয়ে ব্যপক প্রচারের জন্য নিম্ন-লিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করা যেতে পারে।

১) UISC এর কার্যক্রম সম্বলিত একটি বিল বোর্ড ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনসম্মুখ স্থানে স্থাপন করা যেতে পারে এবং ইউনিয়ন পরিষদের স্থানীয় তহবিল (এলজিএসপি বা অন্যান্য খাত) থেকে উক্ত বিল বোর্ডের অর্থ বরাদ্দ করা যেতে পারে।

২) জেলা ও উপজেলা পরিষদের সকল মাসিক/ত্রৈমাসিক সভায় এজেন্ডাভূক্ত করে ইউআইএসসি এর কার্যক্রম নিয়ে সভার সকল সদস্যদের সাথে নিয়মিত আলোচনা করে স্থানীয় পর্যায়ে ব্যপক প্রচারের জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

৩) UISC উদ্যোক্তাগন তাদের কার্যক্রম, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ যে যে সেবা ইউআইএসসি থেকে প্রদান করা হয়, তার তালিকা দিয়ে একটি লিফলেট প্রকাশ করে স্থানীয় মেম্বার এর  মাধ্যমে বহুল প্রচার করতে পারে। এ বিষয়ে উপজেলা/জেলা প্রশাসন থেকে ইউআইএসসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ইউআইএসসি উদ্যোক্তাদের নির্দেশনা প্রদান করা যেতে পারে।

৪)  জেলা তথ্য অফিসের মাধ্যমে মাঝে মাঝে জেলা ও উপজেলা পর্যায়ে ইউআইএসসিগুলোর সেবা এবং উক্ত সেবাগুলো পাওয়ার উপায় সম্পর্কে মাইকে প্রচারের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

৫) উপজেলা পরিষদ থেকে ইউআইএসসিগুলোর মাধ্যমে কি কি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখপূর্বক একটি লিফলেট সকল ইউনিয়নের জনগণের মধ্যে বিতরণ করার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 

৬) UISC গুলোর কার্যক্রম সাধারণ জনগনের মধ্যে জানিয়ে দেয়ার জন্য এবং সাধারণ জনগনকে এ বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানীগুলোর মাধ্যমে প্রতি তিনমাস পর পর মোবাইল গ্রহকের নাম্বারে একবার গ্রুফ মেসেজ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

৭) মাঝে মাঝে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক/সামাজিক/ধর্মীয় নেতৃবর্গদের নিয়ে উপজেলা/জেলা প্রশাসনের পক্ষ থেকে সেমিনার/সিম্পজিয়াম এর আয়োজন করা যেতে পারে।

কোন প্রতিষ্টানের সাফল্য ঐ প্রতিষ্ঠানের প্রচার, কর্মদক্ষতা, নিষ্ঠা ও শৃংখলার উপর নির্ভর করে। কাজেই প্রতিষ্ঠানের কার্যবলীর প্রচার করা একটি গুরুত্বপূর্ণ টাস্ক। কারণ প্রচারেই প্রসার। যা Digital Bangladesh গঠণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

digital uisc service
English Version

Comprehensive publicity of UISC’s activities :

Many activities have already been taken for the formation of Digital Bangladesh. Already start District Web Portal of the 64 districts (www.dc districtname.gov.bd), E-Center of the Upazilla level, Union Information and Service Center of Union level, district e-Service center of 64 District etc. Create a website (www.districtname.gov.bd) for dedicated the page of all departments of the district, the individual page of every Upazill and Union. The structure of digital Bangladesh is going ahead with those systems and e-service is being provided. But the promotion of comprehensive campaign is not enough about systems. The majority of people are not familiar with those digital systems. Web Portal contains information about the district, from which all information can be found, most of them do not know. As a result of the absence of accurate and comprehensive dissemination all initiates are fail. Local people get any government service by UISC with easy and low-cost, stay with home. So, It is necessary to take initiate the campaign of UISC. Under mention role may be follow for how easily people can get their services.

·  Set up a Billboard with UISC activities at every word of the Union. Union council of local funds (LGSP or other fund) can be allocated for the billboard.

·  Activities of UISC include of all monthly/tri-monthly meeting’s agenda of District and Upazila level and regularly discussed with the committee’s member for the promotion of a comprehensive decision can be taken.

·   UISC entrepreneur could be published a leaflet with their activities, mobile number, e–mail address and distribute in the union men through union member and others. District and upazila administration UISC Union Chairman / UISC can provide guidance to entrepreneurs.

·      Activities & service of UISC and how to get those service are  publicity by mike through district information office at the district & upazila level.


·     Published a leaflet by Upazilla parishad with what are the services provided by the UISC. Moreover, what to do about to get uisc service are mentioned it the leaflet & distributed to all the people.

·    To create awareness of mass people about UISC to send a group message by the various mobile operators after every three month.

·    Sometime to arrange a seminars/symposium with the leader of political/social/ religious at Upazila /District level about the uisc activities.


The success of the any organization depends on its competence, dedication and efficiency. So publicity of the uisc’s activities is an important task. Because publicity helps extend of the activities. Digital Bangladesh gathered which is expected to take a positive role.

6 comments:

  1. ধন্যবাদ দিগনির্দেশনা মুলক সুন্দর লিখার জন্য। কিন্তু আমারা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকারের সাথে কাজ করে য়াচ্ছি কিন্তু সরকার আমাদের এখন স্থাযিত্ব করার বিষয়ে কোন পদক্ষেপ নিছ্চে না।সরকারের কাছে অনুরোধ আমাদেরকে স্থায়ীত্ব করার।

    ReplyDelete
  2. It is very important for Computer users.

    ReplyDelete
  3. all of related person who sacrifice themselves to build up a digital nation should realized how can possible to reach digitization.
    (Manwar Hossain Jahangir)

    ReplyDelete
  4. আসলে যেটি না বললে নাই হয়, এই সাইট থেকে আমরা যে দিক নির্দেষনা মূলক পরামর্শ পাচ্ছি সেটি যদি আরো আগে পেতাম তাহলে আরো উপকার হতো আমাদের ।

    ReplyDelete
  5. this program is very importent for made Digital Bangladesh,

    ReplyDelete
  6. আসলে যেটি না বললে নাই হয়, এই সাইট থেকে আমরা যে দিক নির্দেষনা মূলক পরামর্শ পাচ্ছি সেটি যদি আরো আগে পেতাম তাহলে আরো উপকার হতো আমাদের । শুধ তাই নয় দেশের ও কাজে আসবে।

    ReplyDelete