Friday, July 5, 2013

ইউআইএসসি কার্যক্রম ব্যবস্থাপনা (ইউএএমএস) :

টাই এর গীট দেয়ার নিয়ম জেনে নিন ভিডিও ক্লিপ্‌স থেকে :



নির্দেশনা (রেজিষ্ট্রেশন)

 প্রথমে http://www.e-service.gov.bd/uams এই লিংকে ঢুকে নিম্নের ধাপগুলোর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

  • প্রতিবেদন দাখিলের পূর্বে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক, উপরের রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করুন
  • নির্ধারিত তথ্যগুলো পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন
  • রেজিস্ট্রেশন হলে আপনি একটি আইডি পাবেন, আইডি টি সাবধানতার সাথে সংরক্ষন করুন কেকনা পরবর্তিতে দৈনিক প্রতিবেদন দাখিল করার কাজে এই আইডিটি এবং আপনার দেওয়া পাসওয়ার্ড টি ব্যবহার করতে হবে
নির্দেশনা (রিপোর্ট আপলোড)

·        প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন দাখিল করতে হবে
·    আপনার ইউআইএসসির সারাদিনের কার্য্যক্রম পূর্বের কপি করা ফাইলটি লিপিবদ্ধ করুন (অবশ্যই ইউনিকোড বাংলায় লিখতে হবে)
·    ফাইটি Save করতে Office 2007-এর ক্ষেত্রে ‘Save As’ এ গিয়ে ‘Other Format’ সিলেক্ট আর Office 2003- এর ক্ষেদ্রে ‘Save As’ সিলেক্ট করুন
·        ‘Save As’ বক্স তেকে Unicode text(.txt) সিলক্ট করুন
·        ‘Save’ বাটনে ক্লিক করুন
·        এরপর ‘Ok’ বাটনে ক্লিক করুনপরে ‘yes’ বাটনে ক্লিক করুন
·   এবার উদ্যোক্তা লগইন-এ গিয়ে আপননি আপনার সংরক্ষিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন
·        এবার সিস্টেমের প্রতিবেদন দাখিল বাটনে ক্লিক করুন
·        এরপর ‘browse’-এ ক্লিক করে Save করা ফাইলটি সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করুন

     উপরের নির্দেশনাগুলো ফলোকরে সকল ইউআইএসসি উদ্যোক্তাগন প্রতিদিনের আয়ের রিপোর্ট প্রতিদিন ইউএএমএস-এ আপলোড করবেন এবং আপনার কার্যক্রমের প্রতিফলন সারাদেশবাসীকে জানাবেন 

4 comments: