বাংলাদেশের চুড়ান্ত স্বপ্ন হচ্ছে 'Digital Bangladesh' গড়া। বর্তমানে এটি দেশের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে
পড়েছে। UISC SERIVCE বাস্তবায়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবে রুপ দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। UISC গুলোর মাধ্যমে স্থানীয়
জনসাধারণ প্রায় সকল রকম সেবা পেয়ে থাকে। নিম্নে তার কয়েকটি উদাহরণ দেয়া হলো :
1.
পাবলিক পরীক্ষার ফলাফল জানানো;
2.
ইউনিয়নের বেকার যুবক/যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ
প্রদানৱ
3.
অনলাইনে বিশ্ববিদ্যালয়
ভর্তির আবেদন ফরম পূরণ;
4.
সরকারি ফরম ডাউনলোড করে
প্রিন্ট করে বিতরণ করা;
5.
জন্ম ও মৃত্যু নিবন্ধন করে
প্রিন্টেড সার্টিফিকেট প্রদান করা;
6.
নাগরিক প্রশংসা পত্র প্রিন্ট করে প্রদান করা;
7.
VGD
/ VGF তালিকা অনলাইনে প্রকাশ করা;
8.
সরকারি circulars এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রিন্ট করে বিতরণ করা;
9.
কৃষি এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা;
10.
জীবনবীমাসহ বিভিন্ন বীমা কোম্পানী সম্পর্কে তথ্য প্রদান করা;
11.
ডিসি অফিস এর
বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারনকে অবহিত করা;
12. উন্নয়ন (VGD, VGF, TR, সংখ্যালঘু কল্যাণ, Kabikha, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন) এর তথ্য প্রদান করা;
13. রাজস্ব (পর্চা, খাস জমি বিতরণ, আশ্রায়ন, অ-কৃষি জমি ক্রয়, ভূমি অধিগ্রহণের টাকা, অধিযাচন, সার্টিফিকেট মামলা, টুপি ও বাজার, কায়েমী সম্পত্তি, বিনিময়
14.
সম্পত্তি, স্ট্যাম্প
বিক্রেতা লাইসেন্স, ভূমি জরিপ) এর তথ্য প্রদান করা;
15.
লাইসেন্স (C.I শীট, সিমেন্ট, বিষ, খাদ্য শস্য) এর তথ্য প্রদান করা;
16.
অভিযোগ ও প্রতিকার(পেনশন, জমি, পরিবার বিষয়াবলি, আইন ও আদেশ) এর বিষয়ে অবহিত করা;
17.
ত্রাণ ও পুনর্বাসন (দান, অনুদান, GR) এর তথ্য প্রদান করা;
18.
সার্টিফিকেশন (বিবাহ, এনজিও) এর
তথ্য প্রদান করা;
19. বিবিধ (বিভিন্ন কমিটি অনুমোদন, বিভিন্ন আসবাব, dramatical কর্মক্ষমতা, প্রবাসী কল্যাণ, পরীক্ষার বিষয়) তথ্য প্রদান করা।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোকে (uisc) স্থানীয় জ্ঞান কেন্দ্র বলা যেতে পারে। স্থানীয় মানুষদের বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে UISC গুলো তাদের সময়, শক্তি এবং অর্থ অপচয় রোধ করে। তাই UISC গুলোকে টেকসই ও স্থায়ী করতে নাগরিকদের সার্বিক সহযোগিতা করা
প্রয়োজন।
too much thanks.we wise many more help from you..
ReplyDeleteপাঁচ গাঁও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র
ReplyDeleteপাঁচ গাঁও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র
ReplyDeleteআমি এ্ সাইটি দেখে খুবই বিস্মিত।এই সেবা গুলো থেকে সুবিধাভোগী মানুষরা উপকৃত হবে আশা করছি।
ReplyDeleteএগুলো ছাড়াও আরও অনেক সেবা দেওয়া হয়। সেগুলোও উল্লেখ করা প্রয়েজন।
ReplyDeleteআমি খুব আনন্দিত হয়েছি এ সাইট টি দেখে । সকল উদ্যেক্তাদের এ সাইটি বিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ReplyDeleteধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান পোষ্টটির জন্য। আপনি ইউআইএসসির সেবা সমূহ আপনার এই ব্লগ এর মাধ্যমে সর্বাগ্রে পৌচে দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে মৌলভীবাজার জেলা উদ্যোক্তা ফোরামের মাধ্যম্যে অনুরোধ করা হলো।
ReplyDeleteধন্যবাদ স্যার আপনার মূল্যবান পোষ্টটির জন্য।
ReplyDeleteCongratulation!!!
ReplyDeleteA lot of thanks to you for an attractive and a smart Site. For information and communication with rural people to developing our country by best service for a Digital Bangladesh. So Thank You. Abdul Bathin.
Congratulation!!!
ReplyDeleteA lot of thanks to you for an attractive and a smart Site. For information and communication with rural people to developing our country by best service for a Digital Bangladesh. So Thank You. Abdul Bathin.
ধন্যবাদ জানাই প্রশাসনকে । কারন আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা জনগনকে এ সেবা প্রদান করে থাকি । দোয়া করবেন আমরা যেন সঠিক সময় এ সেবা দিতে পারি ।
ReplyDeleteআপনাকে অসংখ্য ধন্যবাদ ,আমাদের সেবা সমুহ উল্ল্যেখ করার জন্য । আমার জানা মতে অনেক সচিব ও চেয়ারম্যানগন উদ্যোক্তাদের প্রাপ্প অধিকার থেকে বঞ্চিত রাখছেন । এ বেপারে আপনাদের কাছ থেকে কি সহযোগিতা পেতে পারি দয়া করে জানাবেন কি?
ReplyDeleteধন্যবাদ আপনাকে। দয়া করে আপনাদের সমস্যাগুলো জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে জানান।
DeleteThank`s
ReplyDeleteআমি খুব আনন্দিত হয়েছি এ সাইট টি দেখে । সকল উদ্যেক্তাদের এ সাইটি বিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ReplyDeleteআমি খুব আনন্দিত হয়েছি এ সাইট টি দেখে । সকল উদ্যেক্তাদের এ সাইটি বিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ReplyDeleteআমি খুব আনন্দিত হয়েছি এ সাইট টি দেখে । একটা তথ্য জানতে চাচ্ছি কি ভাবে ইউনিয়ন বিত্তিক ভোটার লিস্ট বাহির করা যাবে। উদ্যেক্তাদের এ সাইটি বিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ReplyDeleteআমি খুব আনন্দিত হয়েছি এ সাইট টি দেখে । একটা তথ্য জানতে চাচ্ছি কি ভাবে ইউনিয়ন বিত্তিক ভোটার লিস্ট বাহির করা যাবে। উদ্যেক্তাদের এ সাইটি বিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ReplyDeleteগত ২২/০৬/২০১৪ তারিখে মাননীয় এডিসি (শিক্ষা ও আইসিটি) পরিদর্শন করে। ইউনিয়ন তথ্য সেবা কিভাবে আরও গতিশীল করা যায় সে ব্যাপারে আমাকে দিক নিদের্শনা দেয়।
Deleteউপরোক্ত সেবা সমূহ পাওয়ার জন্য কোন টাকা বা ফি নির্ধারিত কিনা? বিষেশ করে আমাদের ইউনিয়নে জন্মনিবন্ধন এর প্রিণ্ট কপির জন্য ১০০-৩০০৳পর্যন্তা রাখে।
ReplyDelete