Thursday, August 1, 2013

ওয়েব সাইট থেকে এমপিওভূক্ত শিক্ষকদের নামের তালিকা প্রিন্ট করে আয় করুন :


প্রিয় উদ্যোক্তগণ

২০১৩-২০১৪ অর্থ বছরে জুলাই মাসে নিন্ম মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয় এবং দালিখ/আলমি/কালিম মাদ্রাস এবং এমপিও ভুক্ত কলেজের শিক্ষক অথবা কর্মচারীদের এমপিও ভুক্ত করা হয়েছে। ওয়েব সাইট থেকে নামের তালিকা প্রিন্ট করে আয় করতে পারেন। 

কি ভাবে করবেন
কাজের ধাপসমূহ
এর ধর ক্রমান্বয়ে ধাপ গুলো পুরণ করুন। District ক্লিক করে  ড্রপ ডাউন থেকে আপনার জেলা বেছে নিন। তার পর ডানে তাকান উপজেলা বেছে নিন। এর পর নিচে আশুন এবার Category থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল/কলেজ/মাদ্রাসা/ভোকেশনাল  তা সিলেক্ট করুন। ডানে তাকান ; স্কুল হলে জুনিয়র স্কুল না হাই স্কুল এবার সিলেক্ট করুন। 

নিচে আসুন অটোমেটিক আপনার উপজেলা সব শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা চলে আসবে। এবার যা করতে হবে : Fiscal Year - ক্লিক করে ২০১৩-২০১৪ সিলেক্ট করুন। এবার বছর : ২০১৩ এবং মাস : জুলাই দিন। 

আপনার কাজ মোটামুটি শেষ। তাই সার্চ- ক্লিক করুন। তালিকা পেলে প্রিন্ট করে দিন এবং প্রয়োজনীয় ফিস নিয়ে নিন

ধন্যবাদ

digital uisc service

No comments:

Post a Comment