প্রিয় উদ্যোক্তগণ
২০১৩-২০১৪ অর্থ বছরে জুলাই মাসে নিন্ম মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয় এবং দালিখ/আলমি/কালিম মাদ্রাস এবং এমপিও ভুক্ত কলেজের শিক্ষক অথবা কর্মচারীদের এমপিও ভুক্ত করা হয়েছে। ওয়েব সাইট থেকে নামের তালিকা প্রিন্ট করে আয় করতে পারেন।
কি ভাবে করবেন?
কাজের ধাপসমূহ :
এর ধর ক্রমান্বয়ে ধাপ গুলো পুরণ করুন। District এ ক্লিক করে ড্রপ ডাউন থেকে আপনার জেলা বেছে নিন। তার পর ডানে তাকান উপজেলা বেছে নিন। এর পর নিচে আশুন এবার Category থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল/কলেজ/মাদ্রাসা/ভোকেশনাল তা সিলেক্ট করুন। ডানে তাকান ; স্কুল হলে জুনিয়র স্কুল না হাই স্কুল এবার সিলেক্ট করুন।
নিচে আসুন অটোমেটিক আপনার উপজেলা সব শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা চলে আসবে। এবার যা করতে হবে : Fiscal Year -এ ক্লিক করে ২০১৩-২০১৪ সিলেক্ট করুন। এবার বছর : ২০১৩ এবং মাস : জুলাই দিন।
আপনার কাজ মোটামুটি শেষ। তাই সার্চ-এ ক্লিক করুন। তালিকা পেলে প্রিন্ট করে দিন এবং প্রয়োজনীয় ফিস নিয়ে নিন।
ধন্যবাদ
digital uisc service
digital uisc service
No comments:
Post a Comment