প্রিয় উদ্যোক্তা বন্ধুরা,
অনলাইন নিবন্ধন বিষয়ে কয়েকটি বিষয়ে সতর্ক হওয়া দরকার। কিছু কিছু উদ্যোক্তা কাজ দ্রুত করার জন্য নিম্নলিখিত কাজসমূহ করছেন, যা ঠিক নয়।
১. কোন কোন উদ্যোক্তা ফরমে বাংলায় লিখছেন। এটি একেবারেই করা যাবে না।
২. নোমিনীর নামের ঘরে বা অন্যান্য অপশনাল ফিল্ডে কেউ কেউ ১২৩৪ বা abcd বা হাবিজাবি লিখছেন।
এগুলো করা যাবে না। এতে নাগরিকও ক্ষতিগ্রস্থ হবেন, কেননা তার আবেদনটি গৃহীত হবে না। আর আপনিও ক্ষতিগ্রস্থ হবেন, কারন আপনি ব্লাক লিস্টেড হবেন এবং ওই কাজ (ফরম ফিল-আপ) আপনাকে দিয়ে আবার করানো হবে।
ধন্যবাদ।
digital uisc service
প্রিয় উদ্যোক্তাগণ
আপনার সবাই ভালো আছেন। আপনারা জানেন যে, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো প্রবাসে কর্মী প্রেরণের জন্য জাতীয় ডাটাবেইজ তৈরীর নিমিত্ত অন-লাইন ডাটাবেইজ এর কাজ শুরু করেছে। সিলেট বিভাগে আগামী ২৮/০৯/২০১৩খ্রি. তারিখ হতে ০৪/১০/২০১৩খ্রি. তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের কাজ চলবে। শুধুমাত্র ইউআইএসসি ও পিআইএসসি এর উদ্যোক্তাগণ এই রেজিস্ট্রেশনের কাজ করতে পারবে। উক্ত রেজিস্ট্রেশনের জন্য ২৫০/-টাকা হারে (১৫০/-টাকা সরকারী রেজিস্ট্রেশন ফি এবং ১০০/-টাকা উদ্যোক্তার ফরম পুরণ ফি) ফি গ্রহণ করবে। পুরুষ ও নারী কর্মীরা তাদের যোগ্যাতা অনুযায়ী যে যে দেশে যেতে চায় সে দেশের নাম উল্লেখ করে রেজিস্ট্রেশন করতে পারে। এ বিষয়ে আগামী ২/৩ দিনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ওরিয়েন্টেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনার সকলে এই বিষয়ে আন্তরিক থাকবেন এবং ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে যে কোন তথ্য জানার জন্য ০১৫৫২৪১৮৫৭৭ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য
অনুরোধ করা হলো। তাছাড়া নিম্নের নম্বরগুলোতেও যোগাযোগ করে তথ্য জানা যাবে। নম্বরগুলো হচ্ছে-
> রেজিষ্ট্রেশন বিষয়ক কারিগরী সহায়তার জন্য কলসেন্টার নম্বর-09612016364
> রেজিষ্ট্রেশন বিষয়ক সাধারণ সহায়তার জন্য কলসেন্টার নম্বর-09612016345
> কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর-01790538984 (এটুআই)
> কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর-01790538983 (এটুআই)।
ধন্যবাদ।
প্রিয় উদ্যোক্তাগণ
প্রথমে আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আপনারা জানেন যে, বিগত ২৫/০৮/২০১৩খ্রি. তারিখে এটুআই থেকে একটি টীম এসে আমাদের জেলার সকল ওয়েব পোর্টাল পরিদর্শন করে গেছেন। তারা আমাদের ওয়েব পোর্টালের ইউনিয়ন পর্যায়ের পোর্টালগুলো দেখে হতাশা ব্যক্ত করেছেন এবং আগষ্ট মাসের মধ্যে পোর্টালের "কাঠামো" সঠিকভাবে তৈরী করে যথার্থ তথ্য আপলোড শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। উল্লেখ্য যে, উপজেলা পর্যায়ের অনেক পোর্টালে "নোটিশ" ও "খবর" তৈরী করা হয়নি এবং সেবাবক্স ৮টি এর স্থতে ২/৩টি রয়েছে। এই ত্রুটিগুলো সারিয়ে দ্রুত আপনার পোর্টাল তৈরীর জন্য অনুরোধ করা হলো। যদি কোন সমস্যা হয়, তাহলে ০১৫৫২৪১৮৫৭৭ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।
প্রিয় উদ্যোক্তাগণ
২০১২সালের এইচ,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ মু্ক্তিযোদ্ধা সন্তান বা প্রজন্মের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ফরম বিক্রি করে আয় করতে পারে। ওয়েব সাইট : www.molwa.gov.bd এই লিংকে ক্লিক করে নিচের "ডাউনলোড" এর বঙ্গবন্ধু ছাত্র বৃত্তি ফরম ডাউনলোড করে বিক্রি করতে পারেন।
digital uisc service
প্রিয় উদ্যোক্তাগণ
জেলা/উপজেলা/ইউনিয়নের ওয়েব পোর্টালে তথ্য আপলোডের কাজ আগামী ৭-১২আগষ্ট পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। উক্ত সময়ে জেলা/উপজেলা/ইউনিয়নের ওয়েব পোর্টালের সার্ভার বন্ধ থাকবে। ঈদের সময়ে ঈদ উপভোগ করেন এবং জেলা/উপজেলা/ইউনিয়নের ওয়েব পোর্টালে তথ্য আপলোড করার কাজ বন্ধ রাখবেন দয়া করে। ১২আগষ্টের পর তথ্য আপলোডের কাজ পুনরায় শুরু হবে।
সুপ্রিয় এইচ.এস.সি পরীক্ষার্থী বন্ধুগণ,
আগামী ০৩/০৮/২০১৩খ্রি. তারিখে ২০১৩সালের এইচ এস সি পরীক্ষার সকল বিভাগের ফল প্রকাশ করা হবে। আপনারা www.uiscmb.blogspot.com এই সাইটের Education > SSC/HSC Result এ ক্লিক করে আপনার কাংখিত ফলাফল জানতে পারবেন। আপনাদের সবার প্রতি রইল শুভ কামনা।
digital uisc service
প্রিয় উদ্যোক্তাগণ,
অনলাইনে জন্মনিবন্ধন করতে আসুবিধা হলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করে জনাব সাইফুর রহমান অথবা সামিয়া আক্তারের সাথে কথা বলে সমাধান নিয়ে নিন। আরেকটি ইমেইল ঠিকানা দিচ্ছি যেটাতে আপনাদের সমস্যাগুলো ওনাদেরকে জানাতে পারেন বিস্তারিত।
০২-৯৫৫৬৬০৬
আপনার ইউনিয়নের ওয়েব পোর্টালের "খবর" ও "নোটিশ" এ নতুন খবর ও নোটিশ দিয়ে দিবেন যাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুঝতে পারেন যে ওয়েব পোর্টালটি আপ-ডেট করা হচ্ছে। আপনার জানেন যে আগামী ১৮/০৭/২০১৩খ্রি. তারিখে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান হবে। ওয়েব পোর্টালের আপ-ডেট এর উপর কর্মদক্ষতা যাচাই করা হবে।
প্রিয় উদ্যোক্তাগণ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । উক্ত নিয়োগের জন্য অন-লাইনে আবেদন করতে হবে। আগামী ০৭/০৭/২০১৩খ্রি. তারিখ হতে অন-লাইনে আবেদন করা যাবে। অন লাইনে আবেদনের লিংক হচ্ছে : www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd. নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য http://www.uiscmb.blogspot.com/ এই লিংকে ক্লিক করুন।
এর মাধ্যমেও আপনাদের আয় বৃদ্ধি করতে পারেন।
প্রিয় উদ্যোক্তগণ
আগামী ০১/০৭/২০১৩খ্রি. তারিখ হতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওয়েব পোর্টাল এর উপর রিফ্রেসার্শ প্রশিক্ষণ শুরু হবে। নিম্নে বিভিন্ন উপজেলার রিফ্রেসার্শ প্রশিক্ষণ এর তারিখ দেয়া হলো :
ক্র: নং
|
উপজেলার নাম
|
তারিখ
|
০১.
|
কমলগঞ্জ
|
০১, ১৪ জুলাই, ২০১৩খ্রি.
|
০২.
|
শ্রীমঙ্গল
|
০১, ১৪ জুলাই, ২০১৩খ্রি.
|
০৩.
|
বড়লেখা
|
০৩, ১5 জুলাই, ২০১৩খ্রি.
|
০৪.
|
জুড়ী
|
১4 ও ১6 জুলাই, ২০১৩খ্রি.
|
০৫.
|
কুলাউড়া
|
০২, ১5 জুলাই, ২০১৩খ্রি.
|
০৬.
|
রাজনগর
|
০২, ১5 জুলাই, ২০১৩খ্রি.
|
০৭.
|
মৌলভীবাজার সদর
|
০৪, ১6 জুলাই, ২০১৩খ্রি.
|
০৮
|
জেলা পর্যায়
|
০৪, ১6 জুলাই, ২০১৩খ্রি.
|
প্রিয় উদ্যোক্তগণ
সরকারি, বেসরকারি ও ব্যক্তিপর্যায়ের প্রযুক্তিগত উদ্ভাবনী প্রচেষ্টায় সহায়তা দিতে ইউএনডিপি ও ইউএসএইডের সহযোগিতায় বাংলাদেশ সরকার চালু করেছে 'ইনোভেশন ফান্ড'। এই ফান্ডে অনুদানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৩০ জুন পর্যন্ত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের ওয়েবসাইট www.a2i.pmo.gov.bd-এ লগইন করে এ আবেদন করা যাবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় দিকনির্দেশনা এই সাইটে দেওয়া আছে। এই তহবিল থেকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে 'পরিবেশবান্ধব প্রযুক্তি', 'স্বল্পমূল্যের প্রযুক্তি', 'তথ্যে প্রবেশাধিকার', 'বাংলা ভাষা সহায়ক সফটওয়্যার' ইত্যাদি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। ইনোভেশন ফান্ডের আওতায় তিন বিভাগে অনুদান দেওয়া হবে। প্রথম বিভাগে পাঁচ লাখ, দ্বিতীয় বিভাগে ১৫ লাখ ও তৃতীয় বিভাগে ২৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।
--0--
মৌলভীবাজার জেলায় ডিজিটাল্ উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। আপনাদের কোন উদ্ভাবনী আইডিয়া থাকলে তা নিয়ে প্রস্তুত হন। উক্ত ডিজিটাল মেলায় জেলার শ্রেষ্ট উদ্যোক্তা, শ্রেষ্ট সহকারী প্রোগ্রামার, শ্রেষ্ঠ ইউএনও, শ্রেষ্ট চেয়ারম্যানদের পুরুষ্কার প্রদান করা হবে। শ্রেষ্ঠ উদ্যোক্তা হওয়া মাপকাটিগুলো হলো :
১) ইউনিয়নের ওয়েব পোর্টালে যুক্তিযুক্ত ছবি আছে কিনা, বেশী লিংক আছে কিনা এবং কনটেন্টগুলো ভালো কিনা,
২) ইউআইএসসি থেকে কতজন সেবা গ্রহণ করেছেন
৩) কোন ইউআইএসজিস মাসিক ইনকাম বেশী
উক্ত বিষয়গুলো বিবেচনা ক্রমে যে শ্রেষ্ঠ্য উদ্যোক্তা হবে সে পুরুষ্কার হিসেবে ১৩,০০০/-(তের হাজার) টাকা মূল্যমানের ক্রেষ্ট অথবা নগদ টাকা পাবে।
--0--
জুনের ১২/০৬/২০১৩খ্রি. তারিখ হতে জেলা ও উপজেলা পর্যায়ে web portal এর উপর প্রশিক্ষন শুরু হবে। তাই আপনার ইউনিয়নের web portal পরীক্ষা করে সকল প্রকার ডাটা প্রস্তুত করে রাখবেন যাতে প্রশিক্ষণকালীন সময়ে উক্ত ডাটাগুলো আপলোড করতে পারেন। ডাটাগুলো ইউনিকোডে প্রস্তুত করবেন। উল্লেখ্য যে, জুলাই মাসে web portal টি উদ্বোধন করা হবে।
তাই ইহা অতীব জরুরী।
--0--
প্রিয় উদ্যোক্তাগণ
প্রিয় উদ্যোক্তাগণ
অনলাইনে ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ ব্যবস্থায় মোট টিকিটের ১০ শতাংশ ইন্টারনেট থেকে সংগ্রহ করা যাবে। নিয়ম অনুযায়ী ৩ দিন আগে ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট কিনতে হবে। একটি কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। রেল বিভাগের ওয়েব পেইজে (www.railway.gov.bd) “পারচেজ ই-টিকিট” অংশে গিয়ে টিকিট কেনা যাবে। এ জন্য নির্দিষ্ট ফরম পূরণ করার পর স্বংক্রিয়ভাবে ই-টিকিট টিকিটের দাম কেটে রাখা হবে। অনলাইনে ই-টিকিট কেনার পর ফরমের অংশ প্রিন্ট করে স্টেশনে নির্ধারিত ই-টিকিট বুথে দিলেই টিকিট হাতে দেয়া হবে। বিস্তারিত জানতে এই http://www.railway.gov.bd/files/ETicket_Procedure.pdf লিংকে ক্লিক করুন।
ই-টিকেট এর মাধ্যমেও আপনাদের আয় বৃদ্ধি করতে পারেন।
--0--
প্রিয় উদ্যোক্তাগণ
আপনার জেলা অথবা উপজেলার ডিজিটাল মানচিত্র দেখার অথবা ডাউনলোড করার প্রয়োজন নিন্মের লিংকে ক্লিক করুন-
বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেন কার্যক্রম শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যোগাযোগ করে উক্ত রেজিষ্ট্রেশনের কাজ করা যেতে পারে। এতে করে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি পাবে। তাই আপনার এলাকার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যোগাযোগ করে কার্যক্রম শুরু করা যেতে পারে।
--0--
প্রিয় উদ্যোক্তগণ
আগামী ১৮/০৫/২০১৩খ্রি. তারিখ থেকে ০৬/০৬/২০১৩খ্রি. তারিখ পর্যন্ত বিভিন্ন কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে। উক্ত ভর্তি কার্যক্রমের তথ্য http://uiscmb.blogspot.com/p/blog-page_28.html লিংকে পাওয়া যাবে। আপনারা সকলে উক্ত লিংকে ঢুকে আগ্রহী ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের ভর্তিতে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
--0--
প্রিয় উদ্যোক্তগণ
আগামী ০৯/০৫/২০১৩খ্রি. তারিখে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। উক্ত ফলাফল http://uiscmb.blogspot.com/p/blog-page_28.html লিংকে থেকে পরীক্ষার্থীদের ফলাফল পাওয়া যাবে। আপনারা সকলে উক্ত লিংকে ঢুকে আগ্রহী পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল জানানোর জন্য অনুরোধ করা হলো।
--0--
হংকং ও সিংগাপুরে নারী কর্মী প্রেরণের নিমিত্ত মৌলভীবাজার জেলার রেজিস্ট্রেশন জেলা সকল UISC উদ্যোক্তাদের মাধ্যমে সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য জেলার সকল UISC উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।
মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য রেজিষ্ট্রেশনের পর লটারী হয়েছিল। কিন্তু হংকং ও সিংগাপুরে নারী কর্মী প্রেরণের জন্য রেজিষ্ট্রেশনের পর কোন লটারী হয়নি। এ বিষয়ে আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে সরাসরি কল সেন্টার এর নিম্ন-লিখিত নম্বরসমূহে যোগাযোগ করা যেতে পারে।
নম্বারগুলো হলো : ৮৩ ২৩ ০০৪, ৮৩ ২২ ৯৪৬, ৮৩ ১৯ ৩২২, ৮৩ ১৭ ৫১১।
--0--
এতদ্বারা মৌলভীবাজার জেলার সকল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের জানানো যাচ্ছে যে, প্রতিদিনের আয় সংক্রান্ত প্রতিবেদন UAMS এ আপলোড করা হচ্ছে না। ফলে মৌলভীবাজার জেলা ইউআইএসসিগুলো প্রচুর কাজ করার পরও তার প্রতিফলন মনিটরিং টুলস্ এ দেখা যায় না। এতে করে জাতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলার ইউআইএসসিগুলো সম্পর্কে নেতিবাচক ভাব পোষন করা হয়।
তাই মৌলভীবাজার জেলার সকল UISC উদ্যোক্তাগনকে প্রতিদিনের আয় সম্পর্কিত প্রতিবেদন UAMS মনিটরিং টুলসে নিয়মিতভাবে আপ-লোড করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
digital uisc service
--0--
ধন্যবাদ তপন দাদা
ReplyDeleteধন্যবাদ দাদা। আমি অব্যই প্রতিদিনের রিপোর্ট গুলো আপলোড করব।
ReplyDeleteThank You Sir, It should be known all of us.
ReplyDeleteThank You Sir, It should be known all of us.
ReplyDeleteThank You Sir
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteThanks. It is more helpful.
ReplyDeleteWe want more notice in notice board. Thanks.
ReplyDeleteধন্যবাদ স্যার
ReplyDeleteআমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ।
ধন্যবাদ স্যার, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি
ReplyDeleteকবির উদ্দিন, পৃথিমপাশা UISC
বিরল এই ব্লগ, অনেক কিছু শিক্ষা দেয়?
ReplyDeleteধণ্যবাদ স্যার, ব্লগটি থেকে অনেক গুরুত্তপূর্ণ তথ্য জানতে পারি।
ReplyDeleteদেখবেন একদিন এই ব্লগটি সেরা ব্লগ হিসেবে পরিচিতি লাভ করবে, এটাই আমার বিশ্বাস-
ReplyDeleteধন্যবাদ স্যার
এই রকম ব্লগ আমরা উদ্যোক্তাদের কাজের অনেকটা সহায়তা করছে বলে আমার ধারন-
ReplyDeleteধন্যবাদ
আমাদের শ্রদ্ধেয় তপন স্যার কে
তপন স্যার,
ReplyDeleteএক্সেল সিটে পরীক্ষর ফলাফলের যে সিড তৈরী করা হয় এবং কিভাবে গ্রেড বের করা হয় তা যদি একটু টিপস দিতেন তাহলে ভাল হতো অনেকে জানে না এ সম্পর্কে। প্লিজ স্যার
Thanks for your suggestion. You will find your request on the "Computer trips" page after 01days.
Deleteস্যার
ReplyDeleteনমস্কার নিবেন বাধ্য হয়ে এই পোষ্টটা করলাম, দয়া করে ক্ষমা করে দিবেন, আজ দীর্ঘ দিন হলো চেয়ারম্যঅন সাহেবকে বলার পরও আমার তথ্যও সেবা কেন্দ্রে কোন হার্ডওয়ার সাপ্লাই দেন নাই, অনেক আশা ছিল এবারে এলজিএসপি থেকে অন্তত একটি ফটোকপিয়ার মেশিন পাবো কিন্তু তা আর হলো না। তিনি নানান প্রজেক্ট দেখিয়ে অন্য খাতে ব্যয় করার সিন্ধান্ত নিয়েছেন, বিশ্বাস করুন স্যার আমার এখানে
১টি মাত্র লেপটপ, ১টি ক্যামেরা ১টি লেজার প্রিন্টার ও ১টি স্কেনার ছাড়া অন্য কোন কিছুই নাই যা দ্বারা আমার আয় বাড়াতে পারি। না পারি ফটো এর কাজ করতে না পারি ফটোকপির কাজ করতে, না পারি আমরা উদ্যোক্তা দুজনে কাজ করতে । কি করব বলুন স্যার।
দিপু তুমি ডিসি ও ইউএনও স্যার বরাবরে একটি পত্র লিখ বিষয়টি জানিয়ে। তোমাকে ধন্যবাদ। তোমার excel রেজাল্ট সীট পেয়েছো কিনা ?
Deleteপেয়েছি স্যার এক্সল সীট ধন্যবাদ স্যার আপনাকে।
ReplyDeleteস্যার, রেলওয়ে ই-টিকেট রেজিষ্ট্রেশনের জন্য সংশিলষ্ট কর্তৃপক্ষ বরাবেরে মেইল করলে কোন Reply পাইনি, এমতাবস্থায় কি করলে আমি ই-টিকেট সংগ্রহ করতে পারব ? অশেষ ধন্যবাদ।
ReplyDelete-কবির