প্রথমে জিপি মডেমের
বাইডিফল্ট সফটওয়্যার টি ওপেন করুন। উক্ত সফটওয়্যার থেকে উপরের Tools > Options এ ক্লিক করুন। যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে ডান পাশের প্রফাইল
ম্যানেজমেন্ট এ ক্লিক করুন। ওখানে জিপি ইন্টারনেট বাই ডিফল্ট থাকবে, আপনি ডান পাশর উপরে “নতুন” এ ক্লিক করে কানেকশনের জন্য একটা নতুন
প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরীর জন্য নিম্ন লিখিতভাবে বিভিন্ন অপারেটরের APN
দিয়ে কনফিগার করতে হবে :
বাংলালিংকের জন্যঃ
Profile Name এ Banglalink
type করুন। APN টা Static Select
করে বক্সে blweb লিখুন। এখানে Access
Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি
না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন।
ওয়ারিদের/এয়ারটেলের
জন্যঃ
Profile Name এ Warid
Internet type করুন। APN টা Static
Select করে বক্সে internet লিখুন। এখানে
Access Number হিসাবে *99# দেয়া
থাকবে আর যদি না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save
এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK
চেপে বেড়িয়ে আসুন।
টেলিটকের জন্যঃ
Profile Name এ Teletalk
type করুন। APN টা Static Select
করে বক্সে gprsunl লিখুন। এখানে Access
Number হিসাবে *99# দেয়া থাকবে আর যদি
না থাকে তবে আপনাকে *99# লিখতে হবে। এখন Save এ ক্লিক করে Profile সেভ করুন এবং OK চেপে বেড়িয়ে আসুন।
সবশেষে, এখন
মডেমে আপনার নির্দিষ্ট সিম ভোরে নিন আর জিপি’র ডিফল্ট Software এর Connection পেজ থেকে GP-internet এর পরিবর্তে নির্দিষ্ট operator (যে সিম ভরবেন
তার নাম টেলিটক হলে Taletalk, বাংলালিংক হলে Banglalink-wap
etc) কে Select করে Connect
এ Click করুন । ব্যস হয়ে গেলে জিপি
মডেমে টেলিটক নেট চালু।
ধন্যবাদ
No comments:
Post a Comment