Saturday, August 31, 2013

প্রেরিত ই-মেইল প্রাপক খুলেছেন কিনা তা নিশ্চিত হওয়ার উপায় :



কাউকে মেইল পাঠালে প্রাপক সেই মেইলটি পেয়েছেন বা পড়েছেন কিনা তা প্রেরক জানতে পারে না ফলে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে বর্তমান প্রযুক্তিতে আপনার প্রেরিত ই-মেইল প্রাপক পেয়েছেন বা পড়েছেন কিনা তা মেইল ট্র্যাকিং এর মাধ্যমে জানা যায়। নিম্নে মেইল ট্র্যাকিং দ্বারা প্রাপকের নিকট আপনার মেইল পৌছেছে কিনা বা প্রাপক আপনার ই-মেইলটি পড়েছেন কিনা তা জানার ধাপগুলো বর্নানা করা হলো।

প্রাপকের নিকট আপনার মেইল পৌছেছে কিনা বা প্রাপক আপনার ই-মেইলটি পড়েছেন কিনা তা জানার বিভিন্ন অ্যাডঅন্স বা টুলস দ্বারা মেইল ট্র্যাকিং করা যায় এর মধ্যে রাইট ইনবক্স অন্যতমফ্রি এই সার্ভিসটি শুধুমাত্র Gmail, Mozilla Firefox এবং Google Chrome ব্রাউজারে সমর্থন  করেনিম্নের লিংকে ঢুকে  www.rightinbox.com  ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন

এরপর আপনার  Gmail একাউন্টে লগ-ইন করে কম্পোজে ক্লিক করুন। এবার দেখুন Send Now এর পরে Send Later বাটন এবং Track চেক বক্স এসেছে খন মেইল পাঠানোর আগে Track এর পাশের চেক বক্সটি চেক করে সেন্ড করুনতাহলে মেইলটি সেন্ড হবে এবং Please wait. Email tracking is in progress. ম্যাসেজ দেখাবে এবং ট্র্যাকিং সেট হয়ে যাবে

এখন প্রাপক মেইল চেক করার সাথে সাথে support@rightinbox.com থেকে একটি Email Tracking মেইল আসবেএতে লেখা থাকবে প্রাপক কখন মেইল খুলেছেন, সেই সময় (টাইম জোনসহ), দেশের নাম, আইপি এড্রেস এবং লোকেশন (গুগল ম্যাপ) ইত্যাদি আসবে
 
এই ম্যাসেজ দেখে আপনি নিশ্চিত হবে যে প্রাপক আপনার পাঠানো ম্যাসেজটি পেছেন এবং পড়েছেন।

ধন্যবাদ

Digital uisc service

No comments:

Post a Comment